খবরঅনলাইন ডেস্ক: ১৪ বছর পর সঙ্গী পেলেন হার্শাল গিবস এবং যুবরাজ সিংহ। ছ’বলে ছয় ছক্কা মারার অনন্য কীর্তি স্থাপন করলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান কায়রন পোলার্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে এই রেকর্ড করেন পোলার্ড। পোলার্ডের ঝড়ে ম্যাচটি চার উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচে একটি ওভারে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়। এভিন লুইস, ক্রিস গেল এবং নিকোলাস পুরানকে পর পর ফিরিয়ে দেন তিনি ঠিক তার পরের ওভারেই ছয় বলে ছটা ছক্কা হজম করতে হয় তাঁকে। তাঁর দাপটে ১৩.১ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যারিবিয়ানরা।
২০০৭ সালে একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গিবস এবং টি২০ বিশ্বকাপে যুবরাজ ছয় ছক্কা মারেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে না হলেও পোলার্ডের এই কীর্তি ছোট করা যাবে না। এর বাইরে অবশ্য পাঁচ বলে দু’রান করেন পোলার্ড। কারণ তাঁর ইনিংস শেষ হয় ১১ বলে ৩৮-এ।
প্রথমে ব্যাট করে ১৩১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ১৩.১ ওভারে সেই রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
রাজনীতিতে ‘না’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের, সিদ্ধান্ত জানানো হল বিজেপি নেতৃত্বকে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।