testseriesdummy

ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট টান টান উত্তেজনায় শেষ হতে চলেছে। বড়ো কিছু অঘটন না ঘটলে চতুর্থ দিনেই ম্যাচের ফয়সালা হয়ে যাবে। তৃতীয় দিনের শেষে ম্যাচের নায়ক ভারত পেসার ইশান্ত শর্মা এবং অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এই দু’জনকে ছাপিয়ে গেলেন আরও দু’জন। কারা তাঁরা? না তাঁরা কোনো ব্যাটসম্যান বা বোলার নন। কিন্তু বিশ্বের খুবই পরিচিত মুখ।

আরও পড়ুন অনন্য রেকর্ডের অধিকারী বিরাট, পেরিয়ে গেলেন লারাকে

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। ঘাবড়ে যাবেন না। আসল নয়, তাঁদের প্রতিরূপ। ম্যাচচলাকালীন এমনই দৃশের সাক্ষী থাকল এজবাস্টনের দর্শকরা। দর্শকাসনে কিমের মুখোশ পরে দেখা গেল এক ব্যক্তিকে সঙ্গে কিছু কালো স্যুট পরা বডিগার্ড। যেমনটা দেখা যায় আসল কিমকে লক্ষ করলে। হাতে একটি মিসাইল পুতুল। শুধু তা-ই নয়, দেখা গেল তিনি করমর্দন করলেন আরেক জনের সঙ্গে যিনি ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পরে আছেন। অবশ্য তাঁর গায়ে কিন্তু ছিল জার্সি।

edg600
এজবাস্টনে ট্রাম্প এবং কিম

গত মাসে সিঙ্গাপুরে সাক্ষাৎ করেন এই দু’জন। এ বার ইংল্যান্ডে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কী বলেন!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন