খবর অনলাইন ডেস্ক: প্রতিযোগিতা শুরু হতে এখনও দিনদশেক বাকি। শুরু হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স-এর (কেকেআর) প্রস্তুতি। বুধবার ইডেনে হল উইকেটপুজো। আর সেই সঙ্গে শুরু হল চূড়ান্ত অনুশীলনপর্ব।
এ দিন উইকেটপুজো করলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। সঙ্গে ছিলেন দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। অন্য খেলোয়াড়েরাও উইকেটপুজোয় উপস্থিত ছিলেন।

হল উইকেটপুজো। ছবি: কেকেআর মিডিয়া।
গত বছরও উইকেটপুজো করা হয়েছিল কেকেআর-এর তরফে। করেছিলেন রিঙ্কু সিংহ। কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এ বার তাই সেই ধারা বজায় রেখে উইকেটপুজো সারা হল।
বুধবার নাইট রাইডার্সের চূড়ান্ত অনুশীলনপর্ব শুরু হয়। এ দিন বিকেলে ঘণ্টাতিনেক অনুশীলন চলে। তবে দলের সব খেলোয়াড় এখনও উপস্থিত হতে পারেননি। দলের কোচ এবং অধিনায়ক ছাড়াও কলকাতায় চলে এসেছেন কুইন্টন ডি’কক, এনরিখ নোখিয়ে, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের ক্রিকেটারেরা। তাঁরা এ দিন অনুশীলনও করেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা এখনও এসে পৌঁছোতে পারেননি।

দলের দুই নায়ক — সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল। ছবি: সঞ্জয় হাজরা।
এ বছর আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ, শনিবার। কেকেআর যে হেতু গত বারের চ্যাম্পিয়ন, তাই তাদের খেলা দিয়েই শুরু হচ্ছে প্রতিযোগিতা। ইডেনে তারা মুখোমুখি হবে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএল-এর নিয়ম হল, চ্যাম্পিয়ন দলের শহরেই ফাইনাল হওয়া। তাই ইডেন গার্ডেন্সেই হবে আইপিএল-এর ফাইনাল।
লিগে কেকেআর-এর ১৪টি ম্যাচের মধ্যে সাতটি হবে ইডেনে এবং সাতটি ম্যাচ অ্যাওয়ে।

শুরু হয়ে গেল প্রস্তুতি। ছবি: সঞ্জয় হাজরা।
কেকেআর-এর ম্যাচের স্থান ও দিন
২২ মার্চ – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ইডেন গার্ডেন্স (কলকাতা)
২৬ মার্চ – রাজস্থান রয়্যালস – বর্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম (গুয়াহাটি)
৩১ মার্চ – মুম্বই ইন্ডিয়ান্স – ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বই)
৩ এপ্রিল – বনাম সানরাইজার্স হায়দরাবাদ – ইডেন গার্ডেন্স (কলকাতা)
৬ এপ্রিল – বনাম লখনউ সুপার জায়ান্টস – ইডেন গার্ডেন্স (কলকাতা)
১১ এপ্রিল – বনাম চেন্নাই সুপার কিংস – এমএ চিদাম্বরম স্টেডিয়াম (চেন্নাই)
১৫ এপ্রিল – বনাম পঞ্জাব কিংস – নিউ পিসিএ স্টেডিয়াম (নিউ চণ্ডীগড়)
২১ এপ্রিল – বনাম গুজরাত টাইটান্স – ইডেন গার্ডেন্স (কলকাতা)
২৬ এপ্রিল – বনাম পঞ্জাব কিংস – ইডেন গার্ডেন্স (কলকাতা)
২৯ এপ্রিল – বনাম দিল্লি ক্যাপিটল্স – অরুণ জেটলি স্টেডিয়াম (দিল্লি)
৪ মে – বনাম রাজস্থান রয়্যালস – ইডেন গার্ডেন্স (কলকাতা)
৭ মে – বনাম চেন্নাই সুপার কিংস – ইডেন গার্ডেন্স (কলকাতা)
১০ মে – বনাম সানরাইজার্স হায়দরাবাদ – রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (হায়দরাবাদ)
১৭ মে – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – এম চিন্নাস্বামী স্টেডিয়াম (বেঙ্গালুরু)