ওয়েবডেস্ক: কেএল রাহুলের ব্যাটিংয়ে মুগ্ধ প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর বলেন। তাঁর মুগ্ধতা এমন চরম জায়গায় পৌঁছেছে যে তিনি মনে করছেন রাহুল একদিন ৫০ বলে টেস্ট শতরান করে ফেলবেন।
গম্ভীর বলেন, ‘‘জীবেনর সেরা ফর্মে রয়েছে রাহুল। প্রত্যেক বার ওকে ব্যাট করতে দেখে একটা কথা ভাবি, টেস্টেও কেন এ রকম ছন্দে ও ব্যাট করে না!’’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‘রাহুল যে ধরনের ব্যাটসম্যান তাতে টেস্টেও ৫০ বলে ১০০ রানের একটি ইনিংস ওর থেকে আশা করাই যেতে পারে।’’
গম্ভীরের মতে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করা উচিত রাহুলেরই।
উল্লেখ্য, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হওয়ার পরে টেস্ট দল থেকে বাদ পড়েন রাহুল। কিন্তু বিশ্বকাপে শিখর ধওয়নের পরিবর্তে ওপেন করার সুযোগ পেয়ে ছন্দে ফিরেছেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন। সেই ছন্দ ধরে রেখেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধেও।
আরও পড়ুন বেআইনি অ্যাকশন, কেকেআরের নতুন অস্ট্রেলীয় তারকার বোলিংয়ে নিষেধাজ্ঞা
ইনদওরে রোহিত শর্মা না থাকায় শিখর ধওয়নের সঙ্গে ওপেন করে ৩২ বলে ৪৫ রান করেছেন তিনি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত দুটি ইনিংস ভারতীয় সমর্থকদের উপহার দিয়েছিলেন রাহুল। তার মধ্যে মুম্বইয়ে শেষ টি-২০ ম্যাচে শতরানের দোরগোড়ায় চলে গিয়েছিলেন তিনি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।