কলকাতা: ২০২০-এর আইপিএলের নিলাম হয়ে গেল কলকাতায়। হাড্ডাহাড্ডি এই নিলামে সব থেকে বেশি দর হাঁকালেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। আবার ৪৮ বছর বয়সী ক্রিকেটারকে তুলে তাক লাগিয়ে দিল কেকেআর।
এ বারের নিলামের যাবতীয় আপডেট দেখে নিন এখানে।
=========================================
৮:৪৭– কেকেআরে নিখিল নায়েক। আরসিবিতে ইসুরু উদানা। টম কারান গেলেন রাজস্থানে।
৮:৪৫– তৃতীয়বার ভাগ্য খুলল ডেল স্টেন আর অ্যান্ডরু ট্রাই। তাঁদের নিল যথাক্রমে আরসিবি এবং রাজস্থান।
৮:২৬– মার্কাস স্টয়নিস গেলেন দিল্লিতে।
৮:২০– দিল্লিতে তুষার দেশপান্ডে। চেন্নাইয়ে আর সাই কিশোর।
৮:১৯– দিল্লিতে মোহিত শর্মা। কিংস ইলেভেন পঞ্জাবে প্রভসিমরন সিংহ।
৮:১৩– হায়দরাবাদে সঞ্জয় যাদব।
৮:১১– হায়দরাবাদে গেলেন আব্দুল সামাদ। আরসিবিতে অনিরুদ্ধ জোশী। মুম্বইয়ে দিগ্বিজয় দেশমুখ।
৮:০৫– ৪৮ বছর বয়সী প্রবীন তাম্বেকে নিজেদের দলে নিল কেকেআর। কুড়ি লক্ষ টাকায় তাঁকে নিল কেকেআর। পঞ্জাবে গেলেন তিজেন্দর ধিঁলো।
৮:০২– চার কোটি দরে আরসিবিতে কেন রিচার্ডসন। ওশেন তমাসকেও নিল তারা।
৭:৫৬– কিংস ইলেভেন পঞ্জাবে ইংল্যান্ডের ক্রিস জর্ডান।
৭:৫৩– ইংল্যান্ডের অনামী ক্রিকেটার টম ব্যান্টন কেকেআরে। ফেবিয়েন অ্যাল্যানকে নিল হায়দরাবাদ।
৭:৫২– আরসিবিতে জশুয়া ফিলিপ। মুম্বইয়ে মোহসিন খান।
৭:৪৮– আবার শুরু হল নিলাম। হায়দরাবাদে গেলেন সন্দীপ ভবনকা। কেকেআরে এলেন অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন।
৬:৪৩– এক ঘণ্টায় বিরতি নিলামে।
৬:৪২– ন্যূনতম দর, অর্থাৎ দু’কোটি টাকাতেই চেন্নাইয়ে বিক্রি হয়ে গেলেন অস্ট্রেলিয়ার জস হেজেলউড।
৬:৩৭- কিংস ইলেভেন পঞ্জাবে জেমস নিশাম।
৬:৩৩– মিচেল মার্শ গেলেন হায়দরাবাদে।
৬:২৯– অবিক্রীত থাকলেন বাংলার মনোজ তিওয়ারি।
৬:২৬– ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান শিমরন হেটমেয়ার। রাজস্থান রয়্যালসে ডেভিড মিলার।
৬:১৯– শিমরন হেটমেয়ারের দরাদরি শুরু।
৬:১৫– আবার শুরু হল নিলাম।
৫:৫৮– ২০ লক্ষ টাকায় কলকাতায় এম সিদ্ধার্থ। পঞ্জাবে রবি বিষনয়।
৫:৫৫– ২০ লক্ষ টাকায় কিংস ইলেভেন পঞ্জাবে বাংলার ঈশান পোড়েল
৫:৫৪– রাজস্থান রয়্যালসে আকাশ সিংহ ও কার্ত্তিক ত্যাগী।
৫:৪৬– ৮০ লক্ষ টাকায় রাজস্থানে অনুজ রাওয়াত।
৫:৪২– যশস্বী জয়সওয়ালকে নিল রাজস্থান রয়্যালস।
৫:৩৮– চার কোটি দরে কেকেআরে তামিলনাড়ুর স্পিনার বরুণ চক্রবর্তী।
৫:৩৪– ১ কোটি ৯০ লক্ষ টাকায় হায়দরাবাদে প্রিয়ম গর্গ। পঞ্জাবে গেলেন দীপক হুডা।
৫:৩২– ১ কোটি ৯০ লক্ষ টাকায় হায়দরাবাদে বিরাট সিংহ।
সাড়ে ৫টা– ৬০ লক্ষ টাকায় কেকেআরে রাহুল ত্রিপাঠী।
৫:২৫– আবার শুরু হল নিলাম।
৫:১৫– আবার কিছুক্ষণের বিরতি।
৫:১৩– ৬ কোটি ৭৫ লক্ষ টাকা দর হাঁকিয়ে চেন্নাইয়ে পীযূষ চাওলা।
৫:০৯– আড়ে ৮ কোটিতে কিংস ইলেভেন পঞ্জাবে কট্রেল।
৫:০৬– ওয়েস্ট ইন্ডিজের শেলডন কট্রেকে নিয়ে দরাদরি।
৫:০৩– ৮ কোটি টাকায় মুম্বইয়ে কউল্টার নাইল।
৫:০১– বড়ো দর হাঁকানোর পথে নেথান কউল্টার নাইল।
৪:৫৮– রাজস্থান রয়্যালসে জয়দেব উনাড়কাট। দর উঠল ৩ কোটি।
৪:৫৫– দল পেলেন না ডেল স্টেন।
৪:৫৩– অবিক্রীত থাকলেন মুশফিকুর রহিম, নমন ওঝা, কুশল পেরেরা, শে হোপ।
৪:৫০– অস্ট্রেলিয়ার এক দিনের দলের উইকেট কিপার অ্যালেক্স ক্যারি গেলেন দিল্লি ক্যাপিট্যালসে।
৪:৪৫– কিছুক্ষণ বিরতির পর আবার শুরু হল নিলাম।
৪:২১– দশ কোটিতে আরসিবিতে গেলেন ক্রিস মরিস। দল পেলেন না স্টুয়ার্ট বিনি।
৪:২০– এ বার টানাটানি শুরু হল ক্রিস মরিসকে নিয়ে।
৪:১৫– ইংল্যান্ডের স্যাম কারান গেলেন সিএসকেতে।
৪:১২– ১৫ কোটি ৫০ টাকায় প্যাট কামিন্সকে তুলে নিল কলকাতা নাইটরাইডার্স।
৪:০৮– জোরদার লড়াই চলছে প্যাট কামিন্সকে নিয়ে। দর ১৪ কোটি ছাড়াল।
৪:০২– দল পেলেন না ইউসুফ পাঠান, কলিন দে গ্র্যান্ডহোম।
৪:০০– কিংস ইলেভেন পঞ্জাবে চলে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর দর উঠল ১০ কোটি ৭৫ লক্ষ টাকা। ক্রিস ওক্সকেও নিল দিল্লি।
৩:৫৮– ম্যাক্সওয়েলকে নিয়ে লড়াই দিল্লি আর পঞ্জাবের মধ্যে। দর ছাড়াল দশ কোটি।
৩:৫৩– গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে লড়াই চলছে তিন দলের মধ্যে।
৩:৫০– অ্যারন ফিঞ্চ গেলেন বেঙ্গালুরুতে
৩:৪৮– অ্যারন ফিঞ্চকে নিয়ে জোরদার লড়াই বেঙ্গালুরু আর কলকাতার মধ্যে।
৩:৪৪– দিল্লিতে ইংল্যান্ডের জেসন রয়।
৩:৪৩-দল পেলেন না হনুমা বিহারী, চেতেশ্বর পুজারা।
৩:৪২– রাজস্থান রয়্যালসে রবিন উথাপ্পা।
৩:৪০– দীর্ঘ নিলামের পর ইংল্যান্ডের টি২০ অধিনায়ক ওইন মর্গ্যানকে তুলে নিল কেকেআর।
৩:৩৫– বেস প্রাইসে মুম্বইয়ে চলে গেলেন ক্রিস লিন।
বিকেল সাড়ে তিনটে– শুরু হল নিলাম
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।