kfinal

ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নিজের চওড়া ব্যাটিংয়ে ভর করেও ভারতকে জয় এনে দিতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসয়ে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে অর্ধশতক। তবুও ৩১ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। কিন্তু বিরাট খেলবেন অথচ রেকর্ড করবেন তা-তো হয়না। হলও তাই।

টেস্টের দুই ইনিংস মিলিয়ে করলেন ২০০ রান। যার ফলে ভারতীয়দের মধ্যে এক অনন্য নজির গড়লেন তিনি। এখনও পর্যন্ত টেস্টের ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড় একটি টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২০০ বা তার বেশি রান করেছিলেন ১০ বার।

কিন্তু এজবাস্টনে সেই রেকর্ড ভেঙে দিলেন বিরাট। মোট ১১ বার এই কৃতিত্ব করে সবার শীর্ষে চলে গেলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here