vball

ওয়েবডেস্ক: ৬ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। কিন্তু তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেললেন বিরাটরা। ম্যাচে অর্ধশতকও করেন ভারত অধিনায়ক। তবে শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও নিজের কামাল দেখালেন তিনি।

শনিবার তথা শেষ দিনে নিজের একমাত্র উইকেট নিলেন তিনি। আর উইকেট নিয়ে মুখে হাত রেখে হাসতে থাকেন বিরাট। যা রীতিমতো ভাইরাল।

বিরাটের করা বল অনসাইডে লফট করতে যান ব্যাটসম্যান হ্যারি নিলসন। কিন্তু সেই বলে মিড অনে ক্যাচ নেন উমেশ যাদব। আর তারপরেই হাসতে হাসতে সেলিব্রেট করতে থাকেন বিরাট।

অন্যদিকে আউট হয়ে ফিরে যাওয়ার পর বিরাটের পিঠ চাপড়ান নিলসন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here