virat-kohli
ভারত অধিনায়ক

ওয়েবডেস্ক: আগামী বছর বিশ্বকাপের আগে ভারতের কাছে চলতি ইংল্যান্ড সিরিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন না এই মাটিতেই সেই যুদ্ধে নামবেন বিরাটরা। ফলে টার্গেটকে মাথায় রেখে শুরুটা ভালো করেছিল ‘টিম ইন্ডিয়া’। টি-২০ সিরিজে জয়, তবে তারপর থেকেই ছবিটা লণ্ডভণ্ড। একদিনের সিরিজে এগিয়ে থেকেও হার। একইসঙ্গে প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়া।

টেস্টে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু তা কার্যকর করতে ব্যর্থ ‘মেন ইন ব্লু’। আর যার জন্য ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি-কে একহাত নিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন।

হুসেনের মতে, “এই ম্যাচে অবিশ্বাস্য খেলেছে বিরাট। জয়ী দলেই ওর স্থান হওয়া উচিত ছিল। একার হাতেই ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু কিছু দায়তো থেকেই যায়। দ্বিতীয় ইনিংসে সাতাশি রানে সাত উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। মাঠে ছিলেন কুরান এবং আদিল রাশিদ। কিন্তু কোনো কারণে একঘণ্টার জন্য মাঠে দেখতে পাওয়া যায়নি ভারতীয় স্পিনার অশ্বিনকে। ভারত তখনই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অধিনায়কত্ব নিয়ে একটু ভাবা উচিত”।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন