virat-kohli
বিরাট কোহলি, সৌজন্য: এএফপি

ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খুইয়ে মানসিক ভাবে রীতিমতো ব্যাকফুটে ভারতীয় দল। দলের খেলোয়াড়ের অনিয়মিত পারফরমেন্সের ফলে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। শুধুমাত্র অধিনায়ক বিরাট কোহলি একার হাতে যতটা পেরেছেন টেনেছেন দলকে। তবে এ বার কোহলিকে নিয়েই সরব হলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।

vaughan-600
মাইকেল ভন

ভন সরব হলেন বিরাটের ডিআরএস রিভিউ নিয়ে। পঞ্চম টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১২ ওভারের মধ্যেই নিজেদের দু’টি রিভিউ কাজে লাগিয়ে নেয় ভারত। এবং দু’টি ক্ষেত্রেই তারা ভুল প্রমাণিত হয়।

আরও পড়ুন: ২৯ রানের আপশোশ মিটিয়ে অনন্য এলিট ক্লাবে ঢুকে গেলেন কুক

প্রথম ভুল আবেদন, দশম ওভারে ইংল্যান্ড ওপেনার কিটন জেনিংস জাডেজার বল সুইপ করতে গিয়ে মিস করেন। বল জেনিংসের প্যাডে লেগে বেরিয়ে যায়। ইমপ্যাক্ট অফ স্টাম্পের বাইরে। দ্বিতীয় ভুল আবেদন, দ্বাদশ ওভারে জাডেজার বলে কুকের এলডব্লুর জন্য আবেদন করলে সেটির ইমপ্যাক্টও অফস্টাম্পের বাইরে হয়। ফলে দু’ রিভিউ নষ্ট হয়ে যায় ভারতের।

এর পরেই ভন বলেন, “বিরাট বিশ্বের সেরা ব্যাটসম্যান এটা যেমন সত্যি, বিরাট বিশ্বের সব চেয়ে খারাপ আবেদনকারী সেটাও তেমনই সত্যি।”

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন