virat1

ওয়েবডেস্ক: চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে দলে না থাকলেও খবরের শিরোনামে রীতিমতো ‘হটকেক’ ছিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। যার কারণ নিজের অ্যাপ লঞ্চ করার পর এক সমর্থকের কথা মেনে নিতে না পেরে তাঁকে দেশ ছাড়ার কথা বলেন বিরাট। কোহলির এমন মন্তব্য মেনে নিতে পারেননি সমর্থক থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

আরও পড়ুন: দুবাইয়ে মেসির সঙ্গে পোগবা, কোন দিকে গড়াচ্ছে জল?

আগামী দিনে যাতে এমন কিছুর সম্মুখীন হতে না হয়, তার জন্য বিরাটকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসনিক কমিটি। মুম্বই মিররে রিপোর্ট অনুযায়ী, প্রশাসনিক কমিটির এক সদস্যের সঙ্গে বিরাটের কথা হয়। এবং তিনি বিরাটকে বলেন, “সংবাদ মাধ্যম বা সাধারণ সমর্থকদের সঙ্গে কথোপকথনের সময় নম্র হতে হবে”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here