kumblebatfinal

ওয়েবডেস্ক: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে। টেস্টের ইতিহাসে ৬০০-র বেশি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। নিজের বোলিংয়ে ভর করে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন ‘জাম্বো’। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটর ইতিহাসে তিনি সেই কয়েক জন বোলারের অন্যতম যাঁরা বোলিংয়ের পাশাপাশি নিজেদের ব্যাটিং নিয়েও চেষ্টা চালিয়েছেন ভালো কিছু করার।

১০ আগস্ট ২০০৭, ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের ব্যাটিংয়ের তেমনই এক নিদর্শন দেখিয়েছিলেন তিনি। ওভালে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের জয় দরকার ছিল, সিরিজ ড্র রাখার ক্ষেত্রে। শেষমেশ অবশ্য তা হয়নি। কিন্তু সেই ম্যাচে কেন্দ্রবিন্দু কিন্তু ছিলেন কুম্বলেই। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন কুম্বলে। যখন মনে হচ্ছিল ভারতের কোনো ব্যাটসম্যান আর হয়তো সেঞ্চুরি পাবেন না, তখনই কামাল কুম্বলের।

আরও পড়ুন: পাঁচ-মিনিট ঘণ্টা বাজাতে পারলেন না সচিন, কী এর তাৎপর্য?

অবশ্য সে দিন বড়ো শট মেরে সেঞ্চুরি করার ইচ্ছে ছিল তাঁর। সামনে এসে মারতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটের তলায় লেগে উইকেটরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। ফলে বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি পান জাম্বো।

শেষমেশ ১৯৩ বলে ১১০ অপরাজিত থাকেন। সিরিজ জয় করে ভারত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন