ওয়েবডেস্ক: ভারতের ক্রিকেটের ইতিহাসে অন্যতম তারকা ব্যাটসম্যান প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণ। একদিনের এবং টেস্ট ক্রিকেটে দুই পর্যায়েই দেশের জার্সিতে নজর কেড়েছিলেন তিনি। ১৯৯৬ সালে জাতীয় দলের অভিষেক। তবে ২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ২৮১ রানের ইনিংস, টেস্ট ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ইনিংস বলে গণ্য করা হয়।
সেই লক্ষণকে সম্প্রতি পাওয়া গেল একটি সাক্ষাৎকারে ইন্ডিয়া টুডে কনক্লেভ সাউথ ২০১৮-র সঙ্গে। আর সেখানেই তাঁকে পাওয়া গেল র্যাপিড ফায়ার রাউন্ডে।
যখন জাতীয় দলে অভিষেক হয়, তখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর। এ ছাড়া মহেন্দ্র সিং ধোনির অধিনায়ত্বেও খেলেছেন তিনি। তবে তখন তাঁকে জিজ্ঞেস করা হয়, যে সব অধিনায়কের তত্ত্বাবনে খেলেছেন, তাঁদের মধ্যে আপনার কাছে কে সেরা। উত্তরে লক্ষণ চটজলদি জানান, সৌরভ গঙ্গোপাধ্যায়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।