ashwin

ওয়েবডেস্ক: ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজে ১১টি উইকেট ছিল তাঁর নামের পাশে। অবশ্য চোটের কারণে পঞ্চম টেস্টে দলে ছিলেন না। তবে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর তিনি। একই সঙ্গে তাঁর দিকে নজর থাকবে নির্বাচকদেরও। কারণ অস্ট্রেলিয়া সিরিজে প্রধান স্পিন বোলারের দায়িত্বে তাঁরই কাঁধে।

আরও পড়ুন: প্রচারের বাইরে পড়ে থাকা বর্তমানের সব থেকে দায়িত্ববান ফুটবলারদের মধ্যে ৫ জন

সম্প্রতি তাঁর একটি সাক্ষাৎকার পাওয়া গিয়েছে। সেখানে তিনি জানান কীভাবে তরুণ আফঘান স্পিনার মুজিব উর রহমানের কাছ থেকে তিনি ট্রিক শিখেছেন। আইপিএলে পঞ্জাব দলে অশ্বিনের নেতৃত্বে খেলেছেন মুজিব। অশ্বিন বলেন, “ও বেশিরভাগ যা বল করে তা সবই ক্যারম বল। যা আমিও করি। তবে এক দিনের বলে আমি কিছু উন্নতি করেছি। হ্যাঁ, আমি একদিনের ম্যাচ কম খেলেছি। তবে যাঁরা আমার খেলা দেখেছেন বিশেষত টিএনপিএল, তাঁরা জানেন আমি লেগ ব্রেক, স্লো ক্যারম বলে করেছি”।

mujeeb
অশ্বিনের সঙ্গে মুজিব

অশ্বিন আরও জানান, “আমি ওর থেকে দু’টো বল শিখেছি। আন্ডার কাটার এবং রিভার্স আন্ডার কাটার। তবে রিভার্স আন্ডার কাটার কিন্তু টি২০-তে বেশি উপযোগী”।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন