cc

ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ মানেই মানসিক চাপের পরিমাণ বেশি। অতীতে যার নমুনা প্রচুর দেখা গিয়েছে। তবে বর্তমানে কিছুটা ব্যাকফুটে অস্ট্রেলিয়া। যার কারণ বল-বিকৃতি কাণ্ডের জেরে নির্বাসিত দুই তারকা খেলোয়াড় স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। ইতিমধ্যেই টি২০ সিরিজ ড্র হয়েছে। এ বার আসল পরীক্ষা। অর্থাৎ টেস্ট। তবে অস্ট্রেলিয়া এই মুহূর্তে কিছুটা চাপে থাকলেও, তাঁদের হালকা ভাবে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বললেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়ান চ্যাপেল।

আরও পড়ুন: রেয়াল মাদ্রিদ ছাড়তে চান এই তারকা?

ian
ইয়ান চ্যাপেল

ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “এই মুহূর্তে অস্ট্রেলিয়া তাদের মাঠের বাইরের জিনিস নিয়ে পড়ে আছে বলে ভারত ভাবতে পারে স্লেজিং বা মুখের ভাষায় সীমা কম থাকবে। তবে মাঠের মধ্যে শর্ট-পিচ ডেলিভারিতে তার কোনো প্রভাব পড়বে না। অস্ট্রেলিয়াকে কম করে দেখার কোনো প্রশ্নই ওঠে না। ওদের আক্রমণ খুব ভালো। যার নেতৃত্বে তিন পেস বলার, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড এবং প্যাট কামিংস। স্মিথরা নির্বাসিত আছে বলে, ওদের বোলাররা আরও বেশি আক্রমণাত্মক থাকবে বিপক্ষকে আটকে দিতে। যার ফলে ভারতের প্রথম তিনজনকে মাথায় রাখতে হবে যে অস্ট্রেলিয়ান পেস বোলাররা যত তাড়াতাড়ি সম্ভব উইকেট ফেলার চেষ্টা করবে, যাতে বিরাট কোহলিও বেশিক্ষণ উইকেটে না থাকতে পারে”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here