cc

ওয়েবডেস্ক: ক্রিকেটে ম্যাচে নজির গড়লেন রাজকুমার রেক্স সিং। অনেকেই হয়তো তাঁকে চেনেন না। মনিপুরের ১৮ বছর বয়সি এই বোলার এক বিরল নজির গড়লেন। এক ইনিংসে নিলেন ১০ উইকেট। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফিতে এই কৃতিত্ব গড়লেন তিনি।

আরও পড়ুন: আইপিএল-এ সবচেয়ে বেশি দামিদের তালিকায় নেই কোনো ভারতীয়

ম্যাচে তাঁর পরিসংখ্যান দাঁড়ায় ৯.৫-৬-১১-১০। বল করার সময় বাঁ-হাতি এই স্পিনার তিন বার সুযোগ পেয়েছিলেন হ্যাটট্রিক করার।

1
রাজকুমার রেক্স সিং, ছবি সৌজন্যে, দ্য হিন্দু

এখনও পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে মাত্র দু’জন বোলারই এক ইনিংসে দশটি উইকেট নিয়েছেন। প্রথমজন অস্ট্রেলিয়ার জিম লেকার। ১৯৫৬ সালে। এবং দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব গড়েছিলেন ভারতের অনিল কুম্বলে। ১৯৯৯ সালে।

ইতিমধ্যেই লিস্ট এ ক্রিকেটে পুদুচেরির হয়ে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক করেছেন রাজকুমার। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচেই খেলেছেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here