ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা অজ্ঞান হয়ে পড়লে তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ রাত ৯টা ৫১ মিনিটে জানায়, প্রবীণ রাজনীতিবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর প্রয়াণে ভারতীয় ক্রিকেট দল শোকপ্রকাশ করেছে। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনে মাঠে নামার সময় ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটার কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন। একইভাবে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্যরাও কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামেন।
মনমোহন সিংয়ের মৃত্যুর খবর শোকের ছায়া ফেলেছে সারা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
মেলবোর্নে, সেখানকার স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে মনমোহন সিংহের মৃত্যুর খবর পৌঁছয়। তাঁর জামানাতেই ভারতের ক্রিকেটে একাধিক বড় সাফল্য অর্জিত হয়েছে, যেমন টি-২০ বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি।
ইলিশের স্বাদ নিতে খাদ্যাভ্যাসও ভাঙতে রাজি ছিলেন কঠোর নিরমিষভোজী মনমোহন সিংহ