খবরঅনলাইন ডেস্ক: আওয়ামি লিগের টিকিটে জিতে সাংসদ হয়েও ক্রিকেট খেলেছেন বাংলাদেশের মাশরাফি মোর্তাজা। এ বার তেমনই ঘটনা ঘটতে চলেছে এ পার বাংলাতেও। আসন্ন রঞ্জি মরশুমে বাংলার হয়ে খেলতে দেখা যেতে পারে বাংলার সব থেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মনোজ তিওয়ারিকে।
আসন্ন ঘরোয়া ক্রিকেট মরশুমের জন্য সোমবার একটি প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)। ৩৯ জনের সেই দলে রয়েছেন মনোজ। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজের সম্মতিতেই তাঁকে দলে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে মনোজের প্রার্থী হওয়ার পরে মনে করা হচ্ছিল ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। যদিও এমন কোনো ঘোষণা তিনি করেননি। তবে, গত কয়েক মাস তাঁর সঙ্গে ব্যাট-বলের যোগাযোগ ছিল না।
এত দিন পর্যন্ত আগামী মরশুমের জন্য অধিনায়ক হিসেবে অনুষ্টুপ মজুমদারকে নিয়ে আলোচনা হচ্ছিল। তবে মনোজ বাংলার প্রাথমিক দলে ডাক পাওয়ায় জল্পনা রয়ে গিয়েছে যে শেষমেশ তিনিই অধিনায়ক থেকে যাবেন কি না।