সেমিফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ, সাউথ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

0

কলকাতা: রবিবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে রুদ্ধশ্বাস ম্যাচ। একেবারে শেষ ওভারের শেষ বলে দক্ষিণ আফ্রিকার জয়ের সঙ্গেই আইসিসি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর স্বপ্ন শেষ হয়ে গেল ভারতের।

গ্রুপ ম্যাচের রুদ্ধশ্বাস লাস্ট ওভার থ্রিলারে কার্যত মাথা ঠান্ডা করে ম্যাচ বের করে নিল সাউথ আফ্রিকা। তবে ভারত হারলেও লড়াই দিলেন মিতালি, হরমনপ্রীতরা। প্রথমের দিকে ম্যাচের রাশ ছিল তাঁদের হাতেই। ২৭৫ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন তাঁরা।

স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা ও অধিনায়ক মিতালি রাজের অর্ধশতকের ভিত্তিতে ভারত ৫০ ওভারে ৭ উইকেটে তুলে নেয় ২৭৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে ৭ উইকেট হারিয়ে জয় পায় সাউথ আফ্রিকা।

একেবারে তীরে তরী ডুবল মিতালিদের। শেষ বলে হাতছাড়া হল জয়ের সুযোগ। শেষ ওভারের ৬ বলে দরকার ছিল ৭ রান। দীপ্তি শর্মার হাতে বল তুলে দেন ক্যাপ্টেন মিতালি। প্রথম বলে ১ রান, তার পর দ্বিতীয় বলে বাউন্ডারি থেকে হারমনপ্রীতের থ্রো করা বলে রান আউট। তখনও আশা পুরোপুরি বেঁচে ছিল। পরের ২ বলে এক-এক করে রান

টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচ এমন পরিস্থিতিতে পৌঁছোয় যে, শেষ ২ বলে ৩ রান দরকার ছিল সাউথ আফ্রিকার। সেই সময় দীপ্তি শর্মার বলে ডুপ্রিজের শট লং অনে জমা পড়ে হরমনপ্রীতের হাতে। কিন্তু আম্পায়ার নো বল ডাকেন। শেষ বলে দরকার ছিল ১ রান। মিড উইকেটে বল পাঠিয়ে সেই রান তুলে নেন ডুপ্রিজ।

সেমিফাইনালে উঠতে হলে যে কোনো অবস্থাতেই এখানে জেতা উচিত ছিল ভারতের। কিন্তু ব্যাটারজের ভালো পারফরমেন্সের পরও বোলাররা সে ভাবে জ্বলে উঠতে পারলেন না। বিশেষ করে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ঝুলন গোস্বামীর বিশাল অভিজ্ঞতা মিস্ করলেন মিতালিরা। পেশির চোটের জন্যে ছিটকে যান ঝুলন। শেষমেশ এ বারের বিশ্বকাপ আসরের বাইরে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

আরও পড়তে পারেন:

কুড়ুলের কোপে স্ত্রী ও দুই সন্তানকে খুন করে থানায় ফোন স্বামীর, হাড়হিম করা ঘটনায় চাঞ্চল্য পুরুলিয়ায়

ন্যাটোর সীমানায় এক ইঞ্চিও ঢুকলে ফল ভালো হবে না, ‘কসাই’ পুতিনকে চ্যালেঞ্জ বাইডেনের

৬ দিনে পেট্রোল, ডিজেলের দাম বাড়ল প্রায় ৪ টাকা

আধার-রেশন কার্ড লিঙ্কের সময়সীমা বাড়াল কেন্দ্র, জানুন বিস্তারিত

৩১ মার্চ শেষ আর্থিক বছর, টাকা-পয়সা সম্পর্কিত এই ৫টি কাজ না করলে বিপাকে পড়তে হবে

বিজ্ঞাপন