ওয়েবডেস্ক: বিভিন্ন সময় দেখা যায় নিজের প্রিয় ফুটবলার, ক্রিকেটার বা অন্য কোনো তারকাকে এক বার ছুঁয়ে দেখার জন্য মাঠে ঢুকে পড়েছেন কোনো সমর্থক। ফের কিন্তু তেমনই এক ঘটনা ঘটল।
আর কয়েক দিন। তার পরেই আইপিএল শুরু হবে। প্রথম ম্যাচে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। আর যার জন্য চেন্নাইয়ে প্রস্তুতি শিবির করে দিয়েছে তারা। রবিবার সেখানেই অনুশীলনের সময় এক সমর্থক মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একবার দেখা করতে চান।
আরও পড়ুন: বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজিকে ধন্যবাদ জানানো উচিত কোহলির, বললেন গম্ভীর
বিরক্ত না হলেও, সহজে সেই সমর্থককে ধরা দেননি ধোনি। তাঁকে চ্যালেঞ্জ জানান ধরার জন্য। মাঠের মধ্যেই ছোঁয়াছুঁয়ি খেলা শুরু করে দেন মাহি। তবে চেষ্টা করলেও ধোনিকে ধরতে পারেনি সেই সমর্থক।
শেষমেশ তাঁকে সিকিউরিটি আধিকারিকরা ধরে ফেলে। ধোনিও তাঁর সঙ্গে হাত মেলান। সেই সমর্থককে স্থানীয় ট্রিপ্লিকেন থানায় নিয়ে যাওয়া হয়।
জানা গেছে তিনি মাদুরাইয়ের কলেজ ছাত্র। চেন্নাইতে এসেছিলেন ধোনির সঙ্গে দেখা করার জন্য।
Catch Me If You Fan #AnbuDen Version! #SuperPricelessThala @msdhoni and the smiling assassin @Lbalaji55! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/xvqaRKp9kB
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019
The lion throne! #WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/DnS6blwF0P
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।