ওয়েবডেস্ক: মাত্র দু’বছর বয়সেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেল মহেন্দ্র সিংহ ধোনির কন্যা জিভা। কেরলের একটি মন্দির কমিটি তাকে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু এর পেছনে কারণটা জানেন কী?
কিছু দিন আগে একটি মালায়ালাম গান গেয়েছে জিভা। মালায়ালাম সিনেমা ‘অদ্বৈতম’-এর গানটি জিভাকে শিখিয়েছে তাকে যে দেখাশোনা করে সেই ‘শিলা আন্টি’। শিলাদেবী নিজে কেরলজাত। এই গানটির নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে (জিভার নামেই একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট আছে) পোস্ট করা হয়েছে।
গানটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বিশাল জনপ্রিয় হয়ে উঠেছে। সেই জনপ্রিয়তা ছুঁয়েছে কেরলের অম্বালাপুঝার শ্রীকৃষ্ণ মন্দির কমিটিকেও। আগামী ১৪ জানুয়ারি কৃষ্ণ উৎসবের দিন জিভাকে তাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে দিয়েছে তারা। দেখে নিন জিভার সেই গানের ভিডিওটি।