cricket

চেন্নাই: সাম্প্রতিক ইতিহাসে সব থেকে বিতর্কিত ক্রিকেট প্রশাসক এন শ্রীনিবাসনের ছায়া থেকে কিছুতেই মুক্ত হওয়া যাচ্ছে না। এ বার তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি হিসেবে নির্বাচিত হতে চলেছেন তাঁর কন্যা রূপা।

২৬ সেপ্টেম্বর তামিলনাড়ু ক্রিকেট সংস্থায় নির্বাচন। ২৪ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু সভাপতি পদে রূপা গুরুনাথ ছাড়া কেউই মনোনয়ন এখনও জমা দেননি। ফলে মনে করা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির মসনদে বসতে বিন্দুমাত্র বেগ পেতে হবে না রূপাকে।

রূপা যদিও ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। কারণ প্রথম মহিলা হিসেবে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সর্বোচ্চ পদে বসবেন তিনি। কিন্তু তিনি সভাপতি হলেও, রাশটা যে আদতে শ্রীনির হাতে থাকবে, এটা বোঝার জন্য খুব বড়ো ক্রিকেটবোদ্ধা হওয়ারও প্রয়োজন নেই।

আরও পড়ুন ব্যাটে বলে বিরাটদের মাত করে টি ২০ সিরিজ টাই করল সাউথ আফ্রিকা

উল্লেখ্য, ২০১৩-এর আইপিএলে গড়াপেটার সঙ্গে সরাসরি যুক্ত থাকায় রূপার স্বামী তথা শ্রীনির জামাই গুরুনাথ মেইয়াপ্পানকে আজীবন নির্বাসিত করে বিসিসিআই। এমনকি গুরুনাথকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ফলে ক্রিকেট দুর্নীতিতে পরিবারটি কলঙ্কিত হলেও তাদের যে কোনো কিছুই যায় আসে না, তা ফের একবার প্রমাণিত হল।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন