virat-toss

ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই টেস্ট সিরিজ হেরে গিয়েছে ভারত। ফলে পঞ্চম টেস্ট এখন শুধুই নিয়মরক্ষার। শেষ টেস্টে জয় পেয়েই দেশের বিমানে উঠতে চান বিরাট কোহলিরা। তবে তার মাঝেই কিন্তু ফের রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পাঁচটা টসেই হারলেন তিনি। প্রতিবারই ‘হেড’ বলেছিলেন। তবে তা ‘টেল’ হয়।

যার ফলে বিরাট জানান, “আমার মনে হয় আমার দু’দিকেই ‘হেড’ওলা কয়েন লাগবে। একমাত্র সে ভাবেই আমি টস জিততে পারব।”

আরও পড়ুন: “এই ক্লাবই আমার বাড়ি, তাই বার্সেলোনাকে না করেছি”

১৯৮২/৮৩ সালে শেষ ভারতীয় অধিনায়ক হিসাবে পাঁচ টেস্টের সিরিজের পাঁচ ম্যাচেই টস হেরেছিলেন কিংবদন্তি কপিল দেব। বিপক্ষে ছিল ওয়েস্ট ইন্ডিজ।

তবে শুধু একা কোহলি নন। রেকর্ড বুকে জায়গা করে নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুটও। শেষ ১৯ বছরে প্রথম ইংল্যান্ড অধিনায়ক হিসাবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সব টসই জিতলেন তিনি।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন