Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নেপালকে ৬ উইকেটে হারাল নেদারল্যান্ডস

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নেপালকে ৬ উইকেটে হারাল নেদারল্যান্ডস

প্রকাশিত

নেপাল: ১০৬ (১৯.২ ওভার) (রোহিত পাউদেল ৩৫, লোগান ফান বিক ৩-১৮, টিম প্রিঙ্গল ৩-২০)

নেদারল্যান্ডস: ১০৯-৪ (১৮.৪ ওভারে) (ম্যাক্স ও’ডওড ৫৪ নট আউট, বিক্রমজিৎ সিং ২২, দীপেন্দ্র সিং আইরি ১-৬)

খবর অনলাইন ডেস্ক: ২০২৪-এর আইসিসি টি২০ বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারাল নেদারল্যান্ডস। নেপাল প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১০৬ করে অল আউট হয়ে যায়। জবাবে নেদারল্যান্ডস ৮ বল বাকি থাকতেই ৮ উইকেট হারিয়ে ১০৯ রানে পৌঁছে যায়। ৬ উইকেটে জিতে যায় নেদারল্যান্ডস। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন নেদারল্যান্ডসের ম্যাক্স টিম প্রিঙ্গল।     

মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়) ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাৎ করার কোনো ফায়দা তুলতে পারেনি নেপাল। প্রতিপক্ষ ডাচদের বোলারদের সেভাবে মোকাবিলা করতে পারেনি নেপাল।

সহজেই গুটিয়ে গেল নেপাল

নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে নেপালের। সবচেয়ে বেশি রান ওঠে তৃতীয় উইকেটের জুটিতে ২৫ রান। ১৫ রানের মধ্যে ২ উইকেট পড়ে যাওয়ার পর দলের অধিনায়ক রোহিত পাউদেল পরিস্থিতি কিছুটা সামাল দেন। অনিল শাহকে সঙ্গী করে তিনি দলের রান নিয়ে যান ৪০-এ। ১২ বলে ১১ রান করে অনিল আউট হন। তাঁকে তুলে নেন টিম প্রিঙ্গল। রোহিত ক্রিজে থাকতে থাকতেই ও প্রান্তে ৪টি উইকেট পড়ে যায়।

দলের ৮৪ রানের মাথায় রোহিত আউট হওয়ার পর উইকেট পতন কিছুটা ঠেকিয়ে রাখেন গুলশন ঝা এবং করণ কেসি। কিন্তু এঁরা অষ্টম উইকেটে ২২ রান যোগ করার পর দলের ১০৬ রানে দলের বাকি সব উইকেট পড়ে যায়। প্রথম আউট হন করণ কেসি (১২ বলে ১৭ রান), তাঁর পরে গুলশন ঝা (১৫ বলে ১৪) শেষে অবিনাশ বহরা (১ বলে ১ রান)। লোগান ফান বিক এবং টিম প্রিঙ্গল ৩টি উইকেট নিলেও প্রিঙ্গলের ইকোনমি রেট তুলনামূলকভাবে ভালো।

৮ বল বাকি থাকতেই জয়

জয়ের জন্য ডাচদের দরকার ছিল ১০৭ রান। ৩ রানে প্রথম উইকেট পড়ার পর তাঁরা পরিস্থিতি সামলে দেন ম্যাক্স ও’ডওড এবং বিক্রমজিৎ সিং। দলের ৪৩ রানের মাথায় বিক্রমজিৎ (২৮ বলে ২২ রান) আউট হতে ম্যাক্সের সঙ্গী হন সিব্রান্ড এঙ্গেলব্রেশ্‌ট। তাঁরা দু’জনে দলের রান পৌঁছে দেন ৭১-এ।

১৬ বলে ১২ রান করে আউট হন এঙ্গেলব্রেশ্‌ট। এর পর চতুর্থ উইকেটের জুটিতে মাত্র ৯ রান যোগ হওয়ার পর ম্যাক্সের সঙ্গী হন বাস ডে লিডে। ম্যাক্স এবং লিডে অবিচ্ছেদ্য থেকে ৮ বল বাকি থাকতেই দলকে জয়ে পৌঁছে দেন। দলের ওপেনার ম্যাক্স ৪৮ বলে ৫৪ রান করে নট আউট থাকেন।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: বৃষ্টির জন্য ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...

আইপিএল ২০২৫: ফাইনালে গেল বেঙ্গালুরু, ভাগ্য ঝুলে রইল পঞ্জাবের

পঞ্জাব কিংস: ১০১ (১৪.১ ওভার) (মার্কাস স্টয়নিস ২৬, সুযশ শর্মা ৩-১৭, জোশ হ্যাজলউড ৩-২১,...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে