ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে ভারতের অন্যতম উজ্জ্বল খেলোয়াড় ছিলেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তিনি। পিছনে ফেলেছেন বিরাট কোহলিকে। সেই ঋষভের টেস্ট কেরিয়ারে এ বার নতুন সম্মান।
আইসিসির টেস্টে ব্যাটিং রেটিংয়ে ৬৭৩ পয়েন্ট পেয়েছেন ঋষভ। যা কোনো ভারতীয় উইকেটকিপারের পক্ষে এখনও পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ধোনির ছিল সর্বোচ্চ, ৬৬২। ফারুক ইঞ্জিনিয়ারের ৬১৯।
শুধু তাই নয়, রেটিংয়ে ১৭তম স্থানে উঠে এলেন তিনি। ১৯৭৩ সালে ভারতের প্রাক্তন উইকেটকিপার ফারুক ইঞ্জিনিয়ারও এই স্থানে ছিলেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।