virat-kohli-1

ওয়েবডেস্ক: ঘরের মাঠে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে জয় তুলে নিয়েছে ভারত। সদ্য শেষ হওয়া টেস্টে শিরোনামে উঠে এসেছেন পৃথ্বীশ এবং কুলদীপ যাদব। প্রথমজন অভিষেক টেস্টেই শতরান করেছেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বোলিংয়ে কুলদীপ দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: দু’গোলে পিছিয়ে পড়েও ঘরের মাঠে দুর্দান্ত জয় ম্যান ইউনাইটেডের

তবে এসবের মাঝেও ফের টেস্ট শতরান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ডন ব্রাডম্যানের পর দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসাবে ২৪টি টেস্টে শতরান করেছেন। কোহলি ব্যাট করবেন কিন্তু রেকর্ড হবে না তা-তো হয় না। এই টেস্টেও হয়েছে।

প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে পরপর তিন বছর টেস্টে ১০০০ বা তার বেশি রান করলেন তিনি।

২০১৬, ১৮ ইনিংসে ১২১৫ রান, গড় ৭৫.৯৩;

২০১৭, ১৬ ইনিংস ১০৫৯ রান, গড় ৭৫.৬৪;

এখনও পর্যন্ত ২০১৮-য়ে, ১৭ ইনিংসে ১০১৮ রান, গড় ৫৯.৮৮।

তবে এই তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন। পরপর পাঁচ বছর তিনি টেস্টে হাজার বা তার বেশি রান করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন