Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: ভারত-পাকিস্তান ম্যাচে সন্ত্রাসের হুমকি, নড়েচড়ে বসল নিউ ইয়র্ক...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: ভারত-পাকিস্তান ম্যাচে সন্ত্রাসের হুমকি, নড়েচড়ে বসল নিউ ইয়র্ক প্রশাসন  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান ক্রিকেটজগতের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ২০২৪-এর আইসিসি টি২০ বিশ্বকাপে তারা মুখোমুখি হচ্ছে ৯ জুন। আর এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই চলে এসেছে সন্ত্রাসের হুমকি। আর এই হুমকির সূত্রে নড়চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। নিউ ইয়র্কের গভর্নরের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং “এই মুহূর্তে জনগণের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হাওয়ার মতো বিশ্বাসযোগ্য কিছু তাদের কাছে নেই।” গভর্নর ক্যাথে হচুল জানিয়েছেন, সব কিছু যাতে মসৃণ ভাবে নিরাপদে সুসম্পন্ন হয় তার জন্য তিনি আইন বলবৎকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন।        

ভারত-পাকিস্তান ম্যাচ হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তথা আইজেনহাওয়ার পার্ক স্টেডিয়ামে। নিউ ইয়র্কের ম্যানহাট্টান থেকে ৪৮ কিমি দূরে নাসাউ কাউন্টির লং আইল্যান্ড। সেখানকার ইস্ট মেডোতে আইজেনহাওয়ার পার্ক। সেখানেই গড়ে তোলা হয়েছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত আইসিসি টি২০ বিশ্বকাপে গ্রুপ লিগের ৮টি ম্যাচ এখানে হবে। তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচও।

একটি আইসিস (আইএসআইএস) পন্থী সংগঠনের পক্ষ থেকে হাড় হিম করা একটি গ্রাফিক্স ছড়িয়ে ভারত-পাকিস্তান ম্যাচকে লক্ষ্য করে সন্ত্রাসের হুমকি দেওয়া হয়েছ। গ্রাফিক্স-এ দেখা যাচ্ছে হুডি পরা একটি লোকের কাঁধে বন্দুক। ছবির উপরে লেখা আছে – ‘আপনারা ম্যাচের জন্য অপেক্ষা করে আছেন… (ইউ ওয়েট ফর দ্য ম্যাচেস…), তার নীচে রক্ত লাল রঙে লেখা –এবং আমরা আপনাদের জন্য অপেক্ষা করে আছি… (অ্যান্ড উই ওয়েট ফর ইউ…)। ওই পোস্টারে নাসাউ স্টেডিয়াম এবং তারিখ ৯।০৬।২০২৪ উল্লেখ করা আছে। 

নিউ ইয়র্কের গভর্নরকে উদ্ধৃত করে ইএসপিএনক্রিকইনফো-কে বলেছে, নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার জন্য তিনি নিউ ইয়র্ক পুলিশকে নির্দেশ দিয়েছেন। জোরদার নিরাপত্তাব্যবস্থার মধ্যে রয়েছে আইন বলবৎকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি, উন্নতমানের নজরদারি এবং খুঁটিনাটি স্ক্রিনিং ব্যবস্থা।

গভর্নর ক্যাথে হচুল বলেছেন, “জনগণের নিরাপত্তা আমার প্রথম দায়িত্ব। ক্রিকেট বিশ্বকাপ যাতে নিরাপদ থাকে, সবাই যাতে উপভোগ্য অভিজ্ঞতা অর্জন করতে পারেন সেটা সুনিশ্চিত করতে আমরা দায়বদ্ধ।”

ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, সন্ত্রাসের হুমকিকে সঠিক প্রমাণ করার মতো প্রামাণ্য কিছু কর্তৃপক্ষ পায়নি। তবে আইসিসি জানিয়ে দিয়েছে, টুর্নামেন্টের ম্যাচগুলি যেখানে যেখানে হবে সে সব জায়গার নিরাপত্তা ব্যবস্থা ‘শক্ত সবল নিখুঁত’ হবে। পাকিস্তানের সঙ্গে ম্যাচ ছাড়াও নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে ভারত আরও ২টি ম্যাচ খেলবে। ৫ জুন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে এবং ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ভারতীয় দল গত মঙ্গলবার ২৮ জুন নিউ ইয়র্কে এসে পৌঁছেছে। তারা এখন অনুশীলনে ব্যস্ত।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কুলদীপ সম্পর্কে কী বললেন রোহিত? কমেডি মুভিকেও হার মানাল

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: দেখে নিন ভারতের টিম এবং ম্যাচের সময়সূচি

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো? চিন্তা বাড়াচ্ছে সন্ত্রাসের হুমকি

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: দেখে নিন কোন কোন দেশ খেলছে, কী ফরম্যাট

 

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...

আইপিএল ২০২৫: ফাইনালে গেল বেঙ্গালুরু, ভাগ্য ঝুলে রইল পঞ্জাবের

পঞ্জাব কিংস: ১০১ (১৪.১ ওভার) (মার্কাস স্টয়নিস ২৬, সুযশ শর্মা ৩-১৭, জোশ হ্যাজলউড ৩-২১,...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে