উগান্ডা: ৪০ (১৮.৪ ওভার) (কেনেথ ওয়াইসওয়া ১১, টিম সাউদি ৩-৪, ট্রেন্ট বোল্ট ২-৭, মিশেল স্যান্টনার ২-৮, রচিন রবীন্দ্র ২-৯)
নিউজিল্যান্ড: ৪১-১ (৫.২ ওভার) (ডেভন কনওয়ে ২২ নট আউট, রিয়াজত আলি শাহ ১-১০)
খবর অনলাইন ডেস্ক: নিতান্তই নিয়মরক্ষার ম্যাচে উগান্ডাকে দুরমুশ করল নিউজিল্যান্ড। ৯ উইকেটে হারিয়ে দিল তাদের। এবারের টি২০ বিশ্বকাপে ৩ ম্যাচে প্রথম জয় পেল নিউজিল্যান্ড। এটাই তাদের সান্ত্বনা। তাদের গ্রুপ থেকে ইতিমধ্যেই আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সুপার ৮-এ চলে গিয়েছে।
ত্রিনিদাদ-টোবাগোর তারৌবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় ভারতীয় সময় শনিবার সকাল ৬টায় (স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টায়)। টসে জিতে উগান্ডাকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। কিউয়িদের আক্রমণের সামনে পড়ে দিশাহারা অবস্থা হয়ে যায় উগান্ডার। নির্ধারিত ২০ ওভারের ৮ বলে বাকি থাকতেই ইনিংস শেষ হয়ে যায় তাদের। ১৮.৪ ওভারে তারা করে মাত্র করে ৪০ রান। একমাত্র যে ব্যাটার দু’ অঙ্কের রানে পৌঁছোন তিনি হলেন কেনেথ ওয়াইসওয়া। তিনি করেন ১৮ বলে ১১ রান।
উগান্ডার উইকেটগুলো পাঁচ কিউয়ি বোলার ভাগ করে নেন। এঁদের মধ্যে সবচেয়ে সফল টিম সাউদি। তিনি ৪ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। এ ছাড়াও ২টি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট (৭ রান দিয়ে), মিশেল স্যান্টনার (৮ রান দিয়ে) এবং রাচিন রবীন্দ্র (৯ রান দিয়ে)। পঞ্চম বোলার লকি ফার্গুসন পান ১টি উইকেট ৯ রান দিয়ে।
নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ৫.২ ওভারে। তারা হারায় ১টি মাত্র উইকেট। দলের ২৪ রানের মাথায় রিয়াজত আলি শাহের বলে ফ্রেড আচেলামকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯ রানে আউট হন ফিন আলেন। ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র অবিচ্ছেদ্য থেকে দলকে জয়ে পৌঁছে দেন। ১ উইকেটে ৪১ রান করে ৯ উইকেটে জিতে যায় নিউজিল্যান্ড। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন টিম সাউদি।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: অঘটন ঘটল না, নেপালকে নামমাত্র রানে হারাল দক্ষিণ আফ্রিকা