India cricket

ওয়েবডেস্ক: ফয়সালা হয়ে গেল ভারত বনাম নিউজিল্যান্ডের টি২০ সিরিজের। তিন ম্যাচের সিরিজে তৃতীয়টি জিতে নিল নিউজিল্যান্ড। অর্থাৎ, ভারতের বিরুদ্ধে দু’টি ম্যাচে জিতে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ২১২ রান তোলে নিউজিল্যান্ড। কিন্তু তার জবাবে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে এগোতে থাকলেও মাত্র ৪ রানের জন্য আটকে যায় ভারতের বিজয়রথ। ভারত তোলে ৬ উইকেটে ২০৮ রান।

চলতি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে ভারতের সামনে ছিল আরও একটি ইতিহাস গড়ার হাতছানি। এর আগে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট-ওয়ান ডে সাফল্যের পর দীর্ঘ শেষ ১০ বছরে নিউজিল্যান্ডে ওয়ান ডে সিরিজে জয় পেয়েছিল ভারত। স্বাভাবিক ভাবেই সদ্য শেষ হওয়া টি২০ সিরিজটি জিতলে পারলেও ‘ষোলোকলা’ পূর্ণ হতো ভারতের। অর্থাৎ, বিদেশের মাটিতে এক টানা টেস্ট, ওয়ান ডে এবং টি২০ জয়ের গৌরব অর্জন করতে পারত ভারত।

ভারত এর আগে ২০০৮-‘০৯ মরশুমে একবারই নিউজিল্যান্ডে ২ ম্যাচের টি২০ খেলে ‘হোয়াইটওয়াশ’ হয়েছিল। সেই দলের অধিনায়ক ধোনি এ বার উইকেটের পিছনে আছেন অভিজ্ঞতার ঝুলি নিয়ে। ১-১ এ চলমান দ্বৈরথে হ্যামিল্টনের শেষ ম্যাচে রবিবার প্রথমবারের মতো কিউইদের মাটিতে টি২০ সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়ে গেল রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনিদের।

উল্লেখ্য, গত ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে একনাগাড়ে টি২০ সিরিজ জিতে এসেছে ভারত। নিউজিল্যান্ড সিরিজের আগে টানা ৩০ মাস সেই জয়ের ধারাবাহিকতাও ছেদ পড়ল এ বার। এই সময়কালে এক টানা ১০টি টি২০ সিরিজ জিতেছিল ভারত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here