bcci

ওয়েবডেস্ক: গত বছর ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হেরে যায় দক্ষিণ আফ্রিকা। এবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেই বদলা নিতে মুখিয়ে প্রোটিয়ারা। অন্তত টুর্নামেন্টে শুরু হওয়ার আগে এমনটাই আভাস পাওয়া গেল দক্ষিণ আফ্রিকার বোলার লুঙ্গি এনগিডির মুখে।

ngidi600

দক্ষিণ আফ্রিকা দলে অন্যতম ভরসা লুঙ্গি। ২৩ বছর বয়সি পেস বোলারের দিকে তাকিয়ে দল। সাংবাদিকের উদ্দেশে তিনি বলেন, “আমি ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে ভাবছি। ওরা যখন আমাদের এখানে খেলতে এসেছিল তখন শুরুটা ভালো করেছিল। তাই আমার মনে হয় ওদেরও কিছু ফিরে পাওয়ার আছে। আমার জন্য ম্যাচটা দুর্দান্ত হবে। বাকিদের জন্যও আশা করি ভালো হবে”।

,তিনি আরও বলেন, “ ভারত দুর্দান্ত দল, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন ওরা আমাদের হারিয়ে সিরিজ জিতেছিল, তখন আমাদের অনেক খেলোয়াড় অনুপস্থিত ছিল। ওরা ফিরে আসলে দলের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে”।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here