sunilgavaskarfinal

ওয়েবডেস্ক: ইংল্যান্ডের কাছে ব্যাটিং বিপর্যয়ের জেরে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক বিরাট কোহলি ছাড়া বাকি ব্যাটসম্যানরা জঘন্য ব্যাটিং করেছেন। আর এমন পারফরমেন্সে প্রাক্তন খেলোয়াড়রা যে মোটেই খুশি হবেন না সেটাই স্বাভাবিক। যার ফলে ইতিমধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক কোহলিকে একহাত নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।

আরও পড়ুন: গাভাসকরের তোপের মুখে বিরাট কোহলি এবং টিম ম্যানেজমেন্ট

সেই গাভাসকর ফের একবার মুখ খুললেন। এবার অবশ্য প্রশংসা শোনা গেল তাঁর মুখে। কিংবদন্তি গাভাসকর বলেন, “এখনকার কোনো ব্যাটসম্যান আমার কাছে পরামর্শের জন্য আসে না। আগে সচিন, দ্রাবিড়, লক্ষণ, সহবাগরা সফর চলাকালীনই আমার থেকে পরামর্শ নিত। তবে এখনকার প্রজন্ম হয়তো একটু আলাদা। তা ছাড়া এখন এদের অনেক কোচ, ব্যাটিং কোচ আছে। তবে শুধু অজিঙ্কে রাহানে একমাত্র আমার কাছে আসে পরামর্শের জন্য”।

rahane600
অজিঙ্কে রাহানে

আরও পড়ুন: স্ত্রীদের ওপরে নিষেধাজ্ঞা থাকলেও বিরাটের সঙ্গে অনুষ্কা কী ভাবে? ভারতীয় দলের গ্রুপ ফোটোয় বিতর্ক

এমনটা বলে কি তরুণ খেলোয়াড়দের পাশাপাশি কোচিং টিমকেও খোঁচা দিলেন এই কিংবদন্তি?

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন