ipl

ওয়েবডেস্ক: আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। সূচি অনুযায়ী ৩০ মে ২০১৯ থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা। তবে সেই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই রয়েছে আইপিএল টি২০ টুর্নামেন্ট। যার ফলে ঘরোয়া এই টি২০ টুর্নামেন্টে কিছুটা বদল আসতে চলেছে।

আরও পড়ুন: ভাঙল রেকর্ড, এক ওভারে উঠল ৪৩ রান, কী ভাবে?

মুম্বই মিররে প্রকাশিত রিপোর্ট ্নুযায়ী, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই-কে জানানো হয়েছে আগামী বছর এই টুর্নামেন্টে তাদের ক্রিকেটাররা পুরোপুরি অংশগ্রহণ করতে পারবেন না। বিশ্বকাপের জন্য জাতীয় দলের হয়ে প্রস্তুতিতে যোগ দেবেন তারা। ফলে এপ্রিল মাস শেষ হলেই দেশে ফিরে যাবেন তাদের ক্রিকেটাররা।

উল্লেখ্য, ২০১৯-য়ের ৩০ মে শেষ হবে আইপিএল। অর্থাৎ সবচেয়ে উত্তেজনাময় শেষ ৩০দিন আইপিএল-এর দর্শকরা দেখতে পাবেন না ওই দুই দেশের ক্রিকেটারদের।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here