kohli

ওয়েবডেস্ক: চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরের জন্য রওনা দেবে ভারতীয় ক্রিকেট দল। একটানা সফরের ক্রীড়াসূচি যে কোনো খেলোয়াড়ের পক্ষেই একঘেয়েমি। তাই ভারত অধিনায়ক বিরাট কোহলি বিসিসিআই-কে অনুরোধ করেছিলেন যাতে সারা সিরিজ জুড়েই তাঁদের স্ত্রী বা বান্ধবীরা যেন তাঁদের সঙ্গে থাকে।

বিরাটের প্রস্তাবের উত্তরে বিসিসিআই-এর প্রশাসনিক কমিটির সংবাদ সংস্থাকে জানিয়েছে, “হ্যাঁ, বিরাট অনুরোধ করেছে। তবে আমরা এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা জানিয়েছি, নতুন কর্তারা এই নিয়ে সিদ্ধান্ত নেবে। নিয়ম এখনই বদলাবে না”।

উল্লেখ্য, চলতি বছরে বিসিসিআই জানায়, বিদেশে সিরিজ খেলতে গেলে বান্ধবী এবং স্ত্রীরা দু’সপ্তাহের বেশি থাকতে পারবে না।

তবে শোনা যাচ্ছে, প্রশাসনিক কমিটির পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার সুনীল সুব্রমনিয়ামকে জানানো হয়েছে এই বিষয়ে অনুরোধ করতে। যাতে নিয়মে বদল আনা যায়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন