kohli

ওয়েবডেস্ক: ২০১৫ সালের পর ঘরের মাঠে ফের একদিনের সিরিজে হেরেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হেরে গিয়েছেন বিরাটরা। বিশ্বকাপ শুরু হওয়ার আগে যা ছিল ঘরের মাঠে শেষ একদিনের সিরিজ। প্রথম দু’টি ম্যাচে জয়ে এলেও, শেষ তিনটি ম্যাচে পদস্খলন ঘটে রোহিত, ধাওয়ানদের। তবে দলের এই পারফরমেন্স নিয়ে খুব একটা চিন্তিত নন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

তিনি জানান, “ড্রেসিংরুমে আমরা কেউই খুব একটা আতঙ্কিত নই। সাপোর্ট স্টাফেরাও খুব একটা হতাশ নয়। কারণ আমরা জানি শেষ তিনটি ম্যাচে আমরা অনেক কিছু করতে চেয়েছিলাম”।

আরও পড়ুন: শ্রীসন্থের ওপর থেকে আজীবন নির্বাসন তুলে নিল সুপ্রিম কোর্ট

তিনি আরও বলেন, “সত্যি বলতে তেমন কিছু মনে হচ্ছে না। কারণ আমরা ধারাবাহিক ভাবে ভালো খেলে এসেছি। চাপের সময় আমাদের থেকে বিপক্ষ দলের মধ্যে বেশি জোশ ছিল। ফলে সঠিক সময়ে ওরা ওরা সুযোগ কাজে লাগিয়ে জয়ে পেয়েছে। ওরা জয়ের অধিকারী। দল হিসাবে আমরা প্রায় ব্যালান্সড। আমরা গুছিয়ে নিয়েছি। হয়তো বিশ্বকাপে একটা বদল হতে পারে। তবে আমরা তৈরি”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here