bcci

ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ছিলেন মায়াঙ্ক অগ্রবাল। বছরের শেষে অস্ট্রেলিয়ার সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। যার জন্য টেস্ট দলে ফিরিয়ে আনা হয়েছে ব্যাটসম্যান মুরলি বিজয়কে। আনা হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব প্যাটেলকে। তবে সেই দলে সুযোগ পাননি মায়াঙ্ক অগ্রবাল। ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টেস্টে দলে থাকলেও শেষমেশ সুযোগ পাননি। তাঁর জায়গায় প্রথম এগারোয় জায়গা পান তরুণ পৃথ্বী শ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর মায়াঙ্ক নিউজিল্যান্ড চলে যান ইন্ডিয়া এ দলের হয়ে খেলতে।

mayank
মায়াঙ্ক অগ্রবাল

সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন খেলোয়াড় জাহির খান জানান, “মায়াঙ্ক অগ্রবালের মতো একজন খেলোয়াড় যে দলের সঙ্গে ছিল তাঁর সঙ্গে এমন হওয়াটা ঠিক নয়। খেলোয়াড় হিসাবে তুমি দলের সদস্য এবং তুমি সুযোগ পাও প্রথম একাদশে। তোমার একটা খারাপ দিন থাকতেই পারে, সেটা বড়ো কিছু ব্যাপার নয়। খেলোয়াড় হিসাবে তুমি ওটা হতেই পারে। তবে তুমি যদি দলের সদস্য হও এবং সুযোগ না পাও তাহলে সেটার সঙ্গে মানিয়ে নেওয়া কষ্টকর। যা মায়াঙ্ক এখন বসে ভাবছে। আমি কী ভুল করলাম? আমি কি ঠিকমতো জল (ড্রিঙ্কস) দিইনি? ও হয়তো সবকিছুই করেছে”।

zaheer
জাহির খান

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here