ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে প্রথম ওভারে হ্যাটট্রিক এক জন বোলারই করেছেন। গতকাল, অর্থাৎ শুক্রবার ছিল তাঁর ৩৪তম জম্নদিন।
কে তিনি?
উত্তরটা খোঁজা খুব একটা মুশকিল নয়। ২০০৬-এর জানুয়ারিতে ভারতের পাকিস্তান সফরের কথা মনে করুন, বোলারের নাম মনে পড়ে যাবে।
মনে পড়ল? হ্যাঁ, তিনি ইরফান পাঠান। পাকিস্তানের সফরের তৃতীয় টেস্ট অর্থাৎ করাচি টেস্টে প্রথম ওভারে হ্যাটট্রিক করেন তিনি। গ্রিন টপ উইকেটে টসে জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি ভারত। প্রথম ওভারের চতুর্থ বল থেকে ভেলকি দেখানো শুরু পাঠানের। প্রথমে সলমন বাট, তার পর ইউনুস খান এবং ওভারের শেষ বলে মহম্মদ ইউসুফকে ফেরান তিনি।
টেস্টটি ভারত জিততে পারেনি ঠিকই, কিন্তু রেকর্ড বইয়ে ঢুকে যান পাঠান। এমন রেকর্ড যা আর কখনও কেউ করতে পারেনি।
২০০৩-এর অস্ট্রেলিয়া সফরে অভিষেক করেছিলেন বছর উনিশের ইরফান। অসম্ভব প্রতিভাসমৃদ্ধ এই বোলারের তুলনা ওয়াসিম আক্রমের সঙ্গে করা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু গ্রেগ চ্যাপেলের বদান্যতায় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে বেশি এগোতে পারেননি ইরফান। আপাতত বডোদরার হয়ে ঘরোয়া ক্রিকেটেই মনসংযোগ করেছেন ইরফান।
দেখে নিন সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও