ওয়েবডেস্ক: ভারতবর্ষের ঘরোয়া ক্রিকেটে অন্যতম ঐতিহ্যপূর্ণ টুর্নামেন্ট পি সেন মেমোরিয়াল ট্রফি। বাংলার তরুণ, উঠতি প্রতিভাবান ক্রিকেটাররা সারাবছর অপেক্ষা করে থাকেন এই টুর্নামেন্টের জন্য। এতদিন মোহনবাগান, ইস্টবেঙ্গল, কালীঘাট ইত্যাদি বড়ো ক্লাবগুলি এই ট্রফিতে নিজেদের আধিপত্য বিস্তার করে এসেছে। তবে এবার সবই ইতিহাসের পাতায় চলে যাচ্ছে। আর্থিক ভাবে এই টুর্নামেন্টকে আরও চমকপ্রদ করবার জন্য কর্পোরেট স্টাইলে নতুন আত্মপ্রকাশ করবে পি সেন। যার ফলে একমাত্র কর্পোরেট সংস্থাগুলি ছাড়া আর কোনো দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না।
সোমবার সিএবির (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) কর্মসমিতির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর অবশ্য এই টুর্নামেন্টকে ক্রিকেটীয় ক্যালেন্ডার থেকে বাদ দেওয়া হয়। যার কারণ সঠিক সময় বার করতে না পারা। তবে এবার নতুন ভাবে বিরতি কাটিয়ে ৫০ ওভারের কর্পোরেট সাজে আবির্ভাব হতে চলেছে তার। অবশ্য পূর্বে নির্ধারিত বেঙ্গল প্রিমিয়ার লিগ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি সিএবি।