ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে অজিদের হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট দল। দলের সদস্যদের মধ্যে অন্যতম দুই ক্রিকেটার ছিলেন কে এল রাহুল এবং হার্দিক পাণ্ড্য। কে এল রাহুল ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। অন্য দিকে টেস্টে দলে থাকলেও, প্রথম এগারোয় জায়গা পাননি হার্দিক।
তবে সম্প্রতি তাঁদের একটু অন্য ভাবে পাওয়া গেল। জনপ্রিয় টিভি-শো, ‘কফি উইথ করনে’ তাঁদেরকে পাওয়া গেল এক সঙ্গে। শো-টি হোস্ট করেন জনপ্রিয় বলিউড পরিচালক করন জোহার। শো–তে তাঁদের অনেক প্রশ্ন করা হয়। যেমন প্রিয় নায়ক, নায়িকা ইত্যাদি নিয়ে। তবে যখন ক্রিকেটার তখন তো ক্রিকেট নিয়ে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক।
প্রশ্ন করা হয়, ধোনি এবং কোহলির মধ্যে অধিনায়ক হিসাবে কাকে বাছবেন। দু’জনেই জানান ধোনি। হার্দিক বলেন, “এমএ স ধোনি, কারণ ওঁর অধিনায়কত্বে আমার অভিষেক হয়। যেটা দুর্দান্ত ছিল”।
রাহুল বলেন, “কৃতিত্বের দিক দিয়ে অবশ্যই এম এস ধোনি”।