মঙ্গলবার অনুশীলনে বার বার বোল্ড হচ্ছিলেন, বুধবার আইপিএলের ইতিহাসে দ্রুততম পঞ্চাশের রেকর্ড করে ফেললেন কামিন্স

0

পুনে: তিনি বোলার। তাঁর বোলিং বিপক্ষের কাছে ত্রাস। বর্তমানে টেস্টে বিশ্বের এক নম্বর বোলার তিনি। সেই প্যাট কামিন্স ব্যাট হাতে এই রকম বিধ্বংসী মেজাজ নেবেন সেটা এখনও বিশ্বাস করতে পারছেন না কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার।

সম্প্রতি অস্ট্রেলিয়াকে পাকিস্তানে টেস্ট সিরিজ জিতিয়ে এনেছেন। কলকাতার হয়ে প্রথম ম্যাচে নেমেই নায়ক হয়ে গেলেন। বোলার কামিন্স ব্যাট হাতে আইপিএলের ইতিহাসে যুগ্ম ভাবে দ্রুততম অর্ধশতরানের মালিক হয়ে গেলেন। ১৪ বলে পঞ্চাশ করে তিনি ছুঁলেন কেএল রাহুলকে।

ম্যাচের পর কামিন্সের প্রশংসায় মাতলেন শ্রেয়স আইয়ার। বললেন, “অসাধারণ! বিশ্বাসই হচ্ছিল না এত জোরে জোরে ও বলগুলো মারছে। গত কালই অনুশীলনে দেখছিলাম ও বার বার বোল্ড হয়ে যাচ্ছিল। আমি তখন নেটে ওর পাশেই ব্যাটিং করছিলাম। আজ দেখুন, ও ব্যাট হাতেই নায়ক হয়ে গেল।”

কামিন্সকে নামানোর সময় কী পরিকল্পনা ছিল? শ্রেয়স বললেন, “স্ট্র্যাট্রেজি ব্রেকের সময়, আমি বেঙ্কটেশকে মুখ্য ভূমিকা নিতে বলেছিলাম। প্যাটকে বলেছিলাম, সামনে যা আসবে উড়িয়ে দিতে। ও সেটাই করেছে। আমি ব্যাট করতে যাওয়ার সময় বেঙ্কটেশকে বলেছিলাম সঠিক সময়ে বল মারতে। ও মাঝে সাঝে ভুল টাইমিং করছিল। সেটা ম্যাচের শেষের দিকে অনেকটাই শুধরে নেয়।”

আরও পড়তে পারেন

বোলার কামিন্সের বিধ্বংসী ব্যাটিং, মুম্বইয়ের বিরুদ্ধে অষ্টম জয় পেল কেকেআর

বিজ্ঞাপন