ওয়েবডেস্ক: দেখতে দেখতে চলে আসছে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের আগে বাকি একটি টুর্নামেন্ট। আইপিএল ২০১৯। আগামী সপ্তাহ থেকে যার ঢাকে কাঠি পড়ে যাবে। ফ্রাঞ্চাইজি দলগুলির মধ্যে অন্যতম দিল্লি।
সেই দল এ বার কোচ করেছে দু’ বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে। বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কতটা? একই সঙ্গে সচিন এবং বিরাটের মধ্যে কে সেরা? এই সব বিষয়ে মুখ খুললেন অস্ট্রেলীয় কিংবদন্তি।
আরও পড়ুন: বিশ্বকাপের পর ফের জাতীয় দলের জার্সিতে নামবেন রোনাল্ডো
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং জানান, “আমাদের মনে হয় আমরা এখনও সচিন এবং বিরাটকে নিয়ে তুলনা করার জায়গায় পৌঁছুইনি। যত দিন বিরাট খেলছে, তার পরেই এই নিয়ে ভাবা যাবে। সচিন কিংবদন্তি। তবে আপনি বলতে পারেন বিরাট রান করছে। ওর টেস্ট গড় বেশি। তবে সচিন টানা ২০০ টেস্টে গড় রেখেছিল। বিরাটের একদিনের রেকর্ড কিন্তু দুর্দান্ত। এবং যার জন্য আমি মনে করি ভারত খুব শক্ত প্রতিপক্ষ। যদি বিরাটের বিশ্বকাপটা ভালো যায়। তা হলে ভারত বিশ্বকাপ জিততে পারে”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।