prithivi shaw
শতরানে পৌঁছনোর সেই মুহূর্তে। ছবি: হটস্টার থেকে।

রাজকোট: ছোটো বয়স থেকেই তাঁর কেরামতির জন্য মুম্বইয়ের মাঠে বিস্ময় বালকের তকমা পেয়েছেন পৃথ্বী শ। টেস্ট অভিষেকের দিনেও সেই বিস্ময়ের কাজই করলেন তিনি। অভিষেক টেস্টেই করে ফেললেন শতরান। সচিন তেন্দুলকরের মতো রঞ্জি এবং দলীপ ট্রফির অভিষেকেও শতরান ছিল পৃথ্বীর। রাজকোট টেস্টের প্রথম দিন মধ্যাহ্নভোজনের কিছু পরেই এই মাইলস্টোন ছুঁলেন তিনি।

বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন পৃথ্বী। শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন এই অষ্টাদশী। নিজের মতো করে আক্রমণাত্মক স্ট্রোক খেলে যাচ্ছিলেন। দেখে কখনই মনে হয়নি কোনোরকম চাপে রয়েছেন তিনি।

পনেরোতম ভারতীয় হিসেবে টেস্ট অভিষেকে শতরান করলেন পৃথ্বী। পৃথ্বীর এই শতরানে ভারতের ওপেনার সমস্যা আপাতত যে মিটে গেল তা বলেই দেওয়া যায়। এই ইনিংসের পরে তিনি অস্ট্রেলিয়ার বিমান যে ধরবেনই তাতে আর কোনো সন্দেহ নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন