prithi-pujara

ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন কে এল রাহুল আউট হয়ে যাওয়ার পর ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন চেতেশ্বর পুজারা এবং পৃথ্বী শ। ২০৬ রানের পার্টনারশিপ খেলেন তাঁরা। যা ভারতকে ম্যাচে প্রবল ভাবে এগিয়ে দেয়। পুজারা ৮৬-তে আউট হয়ে গেলেও অভিষেক টেস্টে শতরান করেন পৃথ্বী। যা রীতিমতো খবরের শিরোনাম।

আরও পড়ুন: প্রশ্ন একটাই, তৃতীয় দিনেই কি টেস্টের অবসান?

তবে মাঠে নামার আগে নিজেদের মধ্যে বন্ডিং কিন্তু আগে থেকেই তৈরি করে নিয়েছিলেন তাঁরা। ব্যপারটা হয়তো বুঝতে পারছেন না। ভাবছেন এ আবার কী। আসলে টেস্টে নামার আগের দিন, অনুশীলনের পর এক সঙ্গে টেবিল টেনিস খেলছিলেন পুজারা এবং পৃথ্বী।

টুইটে সেই ভিডিও পোস্ট করেন পুজারা। তা তে জানান, “আমি এবং পৃথ্বী শ এখন আমাদের টেবিল টেনিসে মনোনিবেশ করছি। আপনাদের সঙ্গে কাল বড়ো মাঠে দেখা হবে”।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন