sp

ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই নিজের ব্যাটিং প্রতিভার নমুনা দেখিয়েছিলেন ভারতের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী ’শ। করেছিলেন শতরান। তাঁর ব্যাটিং প্রতিভা নিয়ে রীতিমতো আশাবাদী ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরও।

আরও পড়ুন: বিশ্বকাপের কথা ভেবে কঠিন আবেদন রাখলেন বিরাট কোহলি

চলতি বছরের শেষ দিকে বড়ো পরীক্ষা ভারতের তরুণ ব্যাটসম্যানের সামনে। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। ফলে এখন থেকেই নিজেকে তৈরি করতে উঠেপড়ে লেগেছেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান। আর সেখানেই তাঁকে পাওয়া গেল সচিনের সঙ্গে। মুম্বইয়ের এমআইজি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, সচিন পৃথ্বীকে বল করেন। এই মুহূর্তে কনুইয়ের চোট সারিয়ে উঠছেন পৃথ্বী। শুধু সচিন নন, প্রশান্ত শেট্টি, জগদীশ চাহবান সবাই বল করেন পৃথ্বীকে। এমনকী সচিন এবং চাহবান পৃথ্বীকে ভেজা রাবার বলে বল করেন টারপোলিনের উপর (বৃষ্টির কারণে যা উইকেটকে ঠিক রাখতে সাহায্য করে)। অস্ট্রেলিয়া সফরের আগে এ ভাবেই চলছে প্রস্তুতি।

পৃথ্বীর জন্য এক ঘণ্টা আগেই এমআইজি-তে চলে আসেন সচিন। (এমআইজি-তে তেন্ডুলকর মিডলসেক্স গ্লোবাল আকাদেমি চালাচ্ছেন সচিন)। পৃথ্বীকে ব্যাটিং টিপসও দেন মাস্টার ব্লাস্টার। সোমবার থেকে রুটিন মাফিক রাবার বলে ব্যাটিং শুরু করেছেন পৃথ্বী। বুধবার দিওয়ালির দিনও অনুশীলন করেছেন।

ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে ইন্ডিয়া এ দলের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন পৃথ্বী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here