prithwi

ওয়েবডেস্ক: অভিষেক টেস্টে শতরান করে এই মুহূর্তে সবার মুখেমুখে তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ’য়ের নাম। ১৫৩ বলে ১৩৪। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ রেখে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। আর যার ফলে এক অনন্য নজিরও গড়ে ফেলেছেন ১৮ বছর বয়সি এই যুবক।

ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টেই ম্যাচের সেরা নির্বাচিত হলেন পৃথ্বী। পৃথ্বীর আগে শেষ ব্যাটসম্যান হিসাবে এই নজির গড়েছিলেন রোহিত শর্মা। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে। ৩০১ বলে ১৭৭ রান।

দেখে নিন এই কৃতিত্বের তালিকা :

১। প্রবীণ আম্রে (১৯৯২, বিপক্ষ দক্ষিণ আফ্রিকা)

২। আর পি সিং (২০০৬, বিপক্ষ পাকিস্তান)

৩। রবিচন্দ্রন অশ্বিন (২০১১, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)

। শিখর ধাওয়ান (২০১৩, বিপক্ষ অস্ট্রেলিয়া)

৫। রোহিত শর্মা (২০১৩, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)

৬। পৃথ্বী শ (২০১৮, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)   

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন