pujara2

ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে শুরুতে ব্যাটিংয়ে ধাক্কা খেলেও, ধীরে ধীরে ম্যাচে ফেরে ভারত। যার কারণ চেতেশ্বর পুজারা। ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারতকে একার হাতে এগিয়ে নিয়ে যান তিনি। টেস্টে নিজের ১৬তম শতরান সম্পূর্ণ করেন। অস্ট্রেলিয়ার মাটিতে যা প্রথম। অবশ্য প্রথম দিনের খেলার শেষ বলে রান-আউট হয়ে যান তিনি।

আরও পড়ুন: এই তারকা ফুটবলারকে দলে নিতে চায় জুভেন্তাস

প্রথম দিনের শেষে একটি ভিডিও প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে পুজারা জানান, শতরান করে কী ভাবে সেলিব্রেশন করবেন এবং নিজেকে ফের কী ভাবে ফিট করে তুলবেন। ‘চকোলেট মিল্কশেক’ খাবেন বলে জানান পুজারা। কারণ তিনি ‘আইস-বাথের’ খুব বড়ো ভক্ত নন।

পুজারার কথায়, “মিল্কশেক ছাড়া আর কিছু হতেই পারে না। চকোলেট মিল্কশেক। ফিজিওকে দেখিয়ে ওর থেকে একটা ম্যাসাজ নিতে হবে। সময়ের মধ্যে তৈরি হয়ে নেওয়াটা খুব জরুরি। যদিও আমরা ভারতে অনেক ম্যাচ খেলেছি, তবে অস্ট্রেলিয়ার তাপ অন্যরকম”।