rahul-shoe

ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে এখন শুধু নিয়মরক্ষার ম্যাচ। তবে এই টেস্টেও শুরুটা ভাল হয়নি ভারতীয় দলের। শুরু থেকেই উইকেটের পতন। তবে এরই মাঝে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন ওভালে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের পঞ্চম ওভারে ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলে নিয়ে আসেন বেন স্টোকসকে। আর স্টোক্সের দ্বিতীয় বলে জুতো খুলে যায় ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুলের। ব্যাপারটা হয়তো বুঝতে পারলেন না।

আসলে স্টোকসের বল অন সাইডে মেরে রান নেওয়ার জন্য এগোন রাহুল। আর সেই রান নিতে গিয়েই তাঁর জুতো খুলে গিয়ে পিচের বিপজ্জনক জায়গায় পড়ে যায়। ফলে এক পায়ে জুতো ছাড়াই রান নেন রাহুল। শেষমেশ সেই জুতো কুড়িয়ে তুলে, ফিতের জট খুলে রাহুলের হাতে তা তুলে দেন বেন স্টোকস।

যে দৃশ্য রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

 

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন