dravid

ওয়েবডেস্ক: ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরেছে ভারত। যার ফল ব্যাটসম্যানদের ক্রমাগত ব্যর্থতা। পঞ্চম টেস্ট এখন শুধুই নিয়মরক্ষার। ফলে সেই টেস্ট জিতে কিছুটা সম্মান পুনরুদ্ধার করতে মরিয়া বিরাট কোহলিরা। এরই মাঝে কিছুটা সান্ত্বনা ব্যাটসম্যান কেএল রাহুলের মাইলস্টোন। বিরাট কোহলির একের পর এক রেকর্ডের মাঝে যা একটু অন্যরকম তো বটেই।

klrahul-600
কে এল রাহুল

পঞ্চম টেস্টে ফিল্ডিংয়ের সময় মিড-অনে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ক্যাচ নিয়ে তিনি ছুঁয়ে ফেললেন ভারতের প্রাক্তন খেলোয়াড় রাহুল দ্রাবিড়কে। দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় খেলোয়ার হিসাবে একটি সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিলেন তিনি। এখনও পর্যন্ত ১৩ টি ক্যাচ নিয়েছেন কেএল রাহুল।

২০০৪ সালে বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন রাহুল দ্রাবিড়।

তবে এখনও পর্যন্ত এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় জ্যাক গ্রেগোরি। ১৯২০-২১ অ্যাসেজ সিরিজে ১৫টি ক্যাচ নিয়েছিলেন তিনি।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন