wicket

ওয়েবডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার হিসাবে চিহ্নিত থাকবেন বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরথ। নিজের বিদায়ী টেস্টকে রীতিমতো স্মরণীয় করে রাখলেন তিনি। এই মুহূর্তে ঘরের মাঠ গলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলছে শ্রীলঙ্কা। আর সেখানেই নজির গড়লেন ৪০ বছর বয়সি এই বোলার।

herath
রঙ্গনা হেরথ

টেস্টে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে একটি মাঠে ১০০ উইকেট নিলেন তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ইংলিশ অধিনায়ক জো রুটকে আউট করে এই কৃতিত্ব গড়লেন।

তাঁর আগে মুথাইয়া মুরলিধরন এবং ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন এই কৃতিত্ব গড়েছিলেন। মুরলি শুধু একটি মাঠে নয় তিনটি মাঠে এমন নজির গড়েছেন। (সিনহালসে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড কলম্বো, আসগিরিয়া স্টেডিয়াম ক্যান্ডি এবং গল আন্তর্জাতিক স্টেডিয়ামে)। অন্যদিকে অ্যান্ডারসন করেছিলেন লর্ডসের মাঠে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here