moeen ali rascist

ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষীমূলক মন্তব্যের শিকার হওয়া নতুন কিছু নয়। এর আগে একাধিকবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন উপমহাদেশের ক্রিকেটাররা। গায়ের রঙের জন্য টিটকিরি ভেসে এসেছে মুথাইয়া মুরলীধরনের উদ্দেশে। এ বার পালা ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলির। বর্ণবিদ্বেষ তো বটেই ধর্মবিদ্বেষী মন্তব্যের শিকার হলেন তিনি।

সিরিজের প্রথম দু’টি টেস্ট হেরে অ্যাসেজ সিরিজ খোয়ানোর মুখে দাঁড়িয়ে ইংল্যান্ড। পার্থে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচে অধিনায়কত্ব করবেন মঈন। তার জন্য সাংবাদিক সম্মেলনে এসে এই মন্তব্যের কথা জানান তিনি।

তাঁর কথায়, “গ্যালারি থেকে কেউ একজন বলে উঠল আমার কাবাবের দোকান কখন খোলে।” এ ছাড়া আরও নানা রকম টিটকিরি ভেসে এসেছে মঈনের উদ্দেশে, তবে তিনি সেটাকে বিশেষ পাত্তা দিতে চান না। মঈন আলি এই মন্তব্যকে খাটো করে দিলেও ব্যাপারটা যে আইসিসি বর্ণবিদ্বেষী বিরোধী নীতির পরিপন্থী, তা বলাই বাহুল্য।

এই মন্তব্যের জবাব যে তিনি তাঁর পারফর্মেন্সেই দিতে চান সে কথাও বলে দেন মঈন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here