ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। কোচ হওয়ার পর তাঁকে নিয়ে অনেক কথা হয়েছে। বারবার খবরের শিরোনামেও থেকেছেন। সেই শাস্ত্রী ফের একবার শিরোনামে। সোশাল মিডিয়ায় ভাইরাল তাঁর একটি ছবি। যেখানে লোকাল ট্রেনে করে কোথাও যাচ্ছেন তিনি। জানলার ধারে বসে। প্রচণ্ড গম্ভীর মুখে। ভাবছেন জাতীয় ক্রিকেট দলের কোচ হয়ে লোকাল ট্রেনে যাত্রা? ঘাবড়াবেন না। আসলে তিনি রবি শাস্ত্রীর মতো অবিকল দেখতে এক ব্যক্তি।
ব্যক্তিটি একজন সাধারণ মানুষ যিনি মুম্বইয়ের ট্রেনে যাত্রা করছেন। কিন্তু তাঁকে দেখতে অবিকল রবি শাস্ত্রীর মতো। তাঁর ছবি সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই এবং ট্রোল শুরু হয়ে যায়। সঙ্গে বিভিন্ন টুইট।
একজন বলেন যখন রবি শাস্ত্রী ট্রেনে মদ আনতে ভুলে যান। আরেকজন টুইটে বলেন যখন রবি শাস্ত্রী জানতে পারেন রোহিত শর্মা স্থায়ী অধিনায়ক।
অন্য একজন বলেন যখন বিরাট কোহলি ড্রিঙ্কস পার্টিতে রবি শাস্ত্রীকে আমন্ত্রণ করতে ভুলে যায়।