ashwin-test

ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিন। চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে তাঁর ফর্ম আশাপ্রদ। অধিনায়ক হিসাবে কিংস ইলেভেন পঞ্জাবকে তেমন সাফল্য এনে দিতে না পারলেও, নিজের সেরাটা সব সময় দেওয়ার চেষ্টা করেছেন এই দক্ষিণী স্পিনার। যার ফলে আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট খেলছেন তিনি। শুধু খেলা নয়, ফের এক অনন্য মাইলফলক জুড়ে গেল তাঁর নামের সঙ্গে।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে বল করে ২৭ রানে নিলেন চারটি উইকেট। যার ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সব চেয়ে বেশি উইকেট দখলকারীর তালিকায় তিনি টপকে গেলেন প্রাক্তন ফাস্ট বোলার জাহির খানকে (৩১১)। নিজের দ্বাদশ ওভারের তৃতীয় বলে আফগান অধিনায়ক অসগর স্ট্যানিকজাইকে বোল্ড আউট করে এই রেকর্ড করেন অশ্বিন।

তবে ভারতীয়দের মধ্যে এই মুহূর্তে তৃতীয় স্থানে অশ্বিন। আগে যাঁরা রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here